রথযাত্রা উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ উপলক্ষে আগামীকাল (২৭ জুন) রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবটি শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে মোতায়েন থাকবে সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল, সাদা পোশাকধারী গোয়েন্দা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী জানিয়েছেন, রথযাত্রা যেন সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদ্যাপন করা যায়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রথযাত্রা (২৭ জুন) এবং উল্টো রথযাত্রা (৫ জুলাই) উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
আরও পড়ুন: জুমার দিনে মুসলমানদের ১১ টি বিশেষ আমল
সভায় জানানো হয়, গোটা নগরজুড়ে স্থাপন করা হবে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে ডিবি, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ট্র্যাফিক পুলিশ। ডিবির একটি অংশ থাকবে সাদা পোশাকে, যারা গোটা আয়োজন পর্যবেক্ষণে রাখবে।
রথযাত্রা উদ্যাপন উপলক্ষে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। এছাড়া রামসীতা মন্দির, শাঁখারীবাজার ও জগন্নাথ জিউ মন্দিরসহ নগরীর বিভিন্ন স্থানে পালিত হবে উৎসবটি। মূল রথযাত্রায় থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ।
আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন
ডিএমপি কমিশনার আরও বলেন, “ঢাকায় রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। তাই সবার সতর্ক থাকা জরুরি। নির্ধারিত সময় অনুযায়ী শোভাযাত্রা শুরু ও শেষ করতে আয়োজকদের সহযোগিতা দরকার।”
রথযাত্রায় অংশগ্রহণকারীদের উদ্দেশে ডিএমপি থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে—আজান ও নামাজের সময় লাউডস্পিকার ব্যবহার না করা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ বা প্যাকেট বহন না করা এবং সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
সভায় ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, এসবি, দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস প্রতিনিধি এবং রথযাত্রা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।