ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করলো সৌদি আরব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওমরাহ পালনের নিয়ম-নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব সরকার। নতুন এই বিধিনিষেধের লক্ষ্য হলো ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খল করা। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল ও পরিবহন—সব কিছুই করতে হবে সৌদি সরকারের অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, বিশেষ করে নুসুক অ্যাপ বা মাসার সিস্টেমে।

আরও পড়ুন: টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

ওমরাহ ভিসার আবেদন করার সময়ই হোটেল বুকিং বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত হোটেল কেবল মাসার বা নুসুক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

আরব আমিরাতভিত্তিক আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী কায়সার মাহমুদ বলেন, “সৌদি আরবের হোটেল ও পরিবহন এখন মাসার সিস্টেমে সংযুক্ত। এমনকি ট্যাক্সিও শুধুমাত্র অনুমোদিত পোর্টালের মাধ্যমে বুক করা যাবে, যাতে ভ্রমণ নিরাপদ ও ট্র্যাকযোগ্য থাকে।”

আরও পড়ুন: ইসলামে ভূমিকম্প ও করণীয়

যদি কেউ আত্মীয়ের বাসায় অবস্থান করতে চান, তাহলে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সফরের সময় বা তারিখ পরিবর্তন করলে সেটিও একই সিস্টেমে হালনাগাদ করতে হবে।

নতুন নিয়মে পর্যটক ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন না। কেউ চেষ্টা করলে তাদের প্রবেশে বাধা দেওয়া হবে এবং মদিনার রওজায় রিয়াজুল জান্নাতে প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।

সব ওমরাহযাত্রীকে এখন নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ডেডিকেটেড ওমরাহ ভিসা নিতে হবে—হয় ই-ভিসা হিসেবে, নয়তো অনুমোদিত ট্রাভেল অপারেটরের প্যাকেজের মাধ্যমে।

ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানার বিধান রাখা হয়েছে।

কায়সার মাহমুদ আরও বলেন, “অনুমোদিত পরিকল্পনার বাইরে অবস্থান বাড়ানো বা ফেরা বিলম্বিত করা যাবে না। এমন হলে প্রতি ব্যক্তির জন্য ৭৫০ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হয়, এমনকি এজেন্টদের সিস্টেমও ব্লক হয়ে যেতে পারে।”

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং শেনজেন ভিসাধারীরা শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন—শর্ত হলো তারা এসব দেশে অন্তত একবার ভ্রমণ করেছেন এবং তাদের ভিসার মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে।

আগমনের পর বিমানবন্দরে কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। কোনো তথ্য অনুপস্থিত থাকলে জরিমানা বা প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। রাস্তা থেকে ট্যাক্সি নেওয়া বা অননুমোদিত যানবাহনে ওঠা যাবে না। হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলে না—তাই ওই সময়ের পর পৌঁছালে আগেভাগেই পরিবহন বুক করা বাধ্যতামূলক।

যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে সৌদি সরকার কঠোর আর্থিক জরিমানা আরোপ করবে। শাস্তির আওতায় আসতে পারেন হজযাত্রী ও সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট উভয়েই।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন নিয়মগুলো বাস্তবায়নের মাধ্যমে ওমরাহ পালনকে নিরাপদ, নির্ভুল ও জালিয়াতিমুক্ত করা সম্ভব হবে।