৯ বছর পর রদ্রিগোর নৈপুণ্যে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ০৭ মে ২০২৩ | আপডেট: ৬:৫৩ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গতকাল শনিবার ফাইনালে জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ ২-১ গোলে ওসাসুনাকে  হারিয়ে কোপা দেল রের ট্রফি জিতে নিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো দিয়েছেন জোড়া গোল। ৯ বছর পর এই কাপ টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করলো রিয়াল।

রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনাকে কোপা দেল রের সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। ২০১৪ সালের পর প্রথমবার ফাইনাল মঞ্চে তারা। ২০০৫ সালে একমাত্র ফাইনাল খেলা ওসাসুনা ছিল মাদ্রিদ ক্লাবের প্রতিপক্ষ। প্রত্যাশিতভাবে ফেভারিট ছিল রিয়াল। ২০১৪ সালের পর আবার তারাই হল চ্যাম্পিয়ন।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

২০তম কোপা দেল রের ফাইনাল খেলার দ্বিতীয় মিনিটে ভিনিসিউস জুনিয়রের দারুণ প্রচেষ্টায় বল পেয়ে রিয়ালের রদ্রিগো খুব কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন। হাফ টাইমের ১৩ মিনিট পর পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে নিচু শটে ওসাসুনাকে সমতা এনে দেন লুকাস তোরো।

তবে ৭০ মিনিটে আবার রদ্রিগোর ম্যাজিক। টনি ক্রুসের শট ওসাসুনার ডিফেন্ডারের গায়ে লাগার পর বক্সের মধ্যে আলগা বলে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে ২-১ এ এগিয়ে যায় রিয়াল।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এ দিকে, বার্সেলোনার কাছে  লা লিগার শিরোপা হারাতে বসেছে রিয়াল। তবে ডাবল জেতার স্বপ্ন এখনো বেঁচে আছে। ম্যানসিটির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ হবে আগামী মঙ্গলবার। এই মহারণের আগে রিয়াল মাদ্রিদ একটি ট্রফি জিতে বাড়িয়ে নিলো তাদের আত্মবিশ্বাস।