নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল আরব আমিরাত

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল আরব আমিরাত। এতদিন নিউজিল্যান্ড টেস্ট খেলছে না এমন দলের বিপক্ষে না হারার রেকর্ড ধরে রেখেছিল। গতকাল (শনিবার) তাদের সেই রেকর্ড ভেঙে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে শনিবার শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে আমিরাত। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। এটি হলো নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটে আরব আমিরাতের প্রথম জয়।
এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলার আভাস দিয়ে যাচ্ছিল মুহাম্মদ ওয়াসিমের দল। তৃতীয় ওভারেই ফর্মে থাকা টিম সাইফার্টকে ড্রেসিংরুমের পথ দেখান জাওয়াদউল্লাহ। এরপর স্পিন সহায়ক পিচে পাওয়ারপ্লেতেই তরুণ লেফট আর্ম স্পিনার আয়ানকে বোলিংয়ে আনেন অধিনায়ক এবং সেখানেই বাজিমাত। নিজের দ্বিতীয় ওভারেই পরপর দুই বলে মিচেল স্যান্টনার ও ড্যান ক্লেভারকে সাজঘরে ফেরান ১৭ বছর বয়সী এই তরুণ স্পিনার। তাতে মাত্র ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে বসে কিউয়িরা।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
পঞ্চম উইকেটের জুটিতে মার্ক চ্যাপম্যান ও কোল ম্যাককোঞ্চিয়ে মিলে ২৭ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন। পরবর্তীতে ষষ্ঠ উইকেটে নিশাম ও চ্যাপম্যান মিলে ৫৩ রান যোগ করলে ৮ উইকেটে ১৪২ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায় সফরকারীরা। ৪৬ বলে ৬৩ রান করেন মার্ক চ্যাপম্যান। মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন আয়ান আফজাল খান। এছাড়া আলি নাসের, জহুর খান ও ফারাজউদ্দিন ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আরব আমিরাতের। স্কোরবোর্ডে রান যোগ করার আগেই সাউদির বলে ও নিশামের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন আরিয়ানশ শর্মা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও বৃত্ত অরবিন্দ মিলে ৪০ রান যোগ করেন। মাত্র ২৯ বলে ৫৫ রান করে আমিরাতকে জয়ের ভিত্তি গড়ে দেন ওয়াসিম। শেষ পর্যন্ত ২৬ বল হাতে রেখেই আসিল হামিদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ। ২৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৮ রান করে অপরাজিত থাকেন আসিফ।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরেছে আরব আমিরাত।