অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৩ | আপডেট: ১০:১০ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাকী আর মাত্র ৮ দিন। এর পরই শুরু হবে এশিয়া কাপ। অবশেষে হট ফেভারিট ভারত টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে। সোমবার (২১ আগস্ট) বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে শেষে ১৭ সদস্যের দল ঘোষণা করে। রোহিত শর্মা অধিনায়ক। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তিলক ভর্মা।

এছাড়া দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, শ্রেয়াশ আইয়ার ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট অবস্থায় আছেন। তবে রাহুলের সেরে ওঠা এখনো প্রক্রিয়াধীন। টিম ম্যানেজমেন্ট আশা করছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়বে ২ সেপ্টেম্বর। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।  

ভারতের এশিয়া কাপ দল-

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।