সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পিচ পরিবর্তনের অভিযোগ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ৭:৩০ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর পর থেকে ভারতের বিরুদ্ধে একের পর এক সুবিধা আদায়ের অভিযোগ উঠছে। আজ (বুধবার, ১৫ নভেম্বর) ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। এক বৃটিশ সংবাদমাধ্যম এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের বিরুদ্ধে পিচ পরিবর্তনের গুরুতর অভিযোগ তুলেছে। এমনকি আইসিসির অনুমতি না নিয়েই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই কাজ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতীয় স্পিনারদের সুবিধা দিতে আলাদা পিচ বেছে নেওয়া হয়েছে। আইসিসির পিচ কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের সঙ্গে বিসিসিআই একটি সম্মতিতে পৌঁছেছিল যে– ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের জন্য আজ অব্যবহৃত একটি পিচ দেওয়া হবে। কিন্তু সেই পিচের পরিবর্তে ইতিমধ্যে চলতি টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া পিচকে বেছে নেওয়া হয়েছে।’ 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে ‘তারা একই কাজ করবে।’ অর্থাৎ ভারত ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ।