ফুটবলে ইতিহাস গড়লো ফিলিস্তিন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৮:৩৯ পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে হংকংয়ের জালে যখন ফিলিস্তিন একের পর এক গোল দিচ্ছে, ওদিকে যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে পড়ছে ইসরায়েলের বোমা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে জীবনযাপন করাটাই দায়, সেখানে ফুটবলটা নিতান্তই বিলাসিতা। তবে ফিলিস্তিনের ফুটবলাররা এশিয়ান কাপে এসে নান্দনিক ফুটবল উপহার দিয়ে গ্রুপপর্বের শেষদিনে তৈরি করেছে ইতিহাস। 

প্রথমবারের মতো এশিয়ান কাপের নকআউট পর্বে কোয়ালিফাই করেছে ফিলিস্তিন। গতকাল হংকংকে ৩-০ ব্যবধানে হারায় তারা। এশিয়ান সর্বোচ্চ স্তরের ফুটবলে এটিই তাদের প্রথম জয়। আর এই জয়টাই তাদের নিয়ে গেল নকআউট পর্বে। ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র তৃতীয় অবস্থানে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ফিলিস্তিন। তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটির একটি হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

হংকংয়ের বিপক্ষে দাপট দেখিয়ে ৬৮ শতাংশ বল দখলে রেখেছে ফিলিস্তিন। ১৯টি শট নিয়ে ৭টি ছিল লক্ষ্যে। ম্যাচে দলটির হয়ে হয়ে জোড়া গোল করেছেন ওদায় দাবাগ। দাদ্বশ ও ৬০তম মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি আসে জাইদ কুনবার পা থেকে। 

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অনেক খেলোয়াড় এবং কর্মকর্তারা নিজেদের স্বজন হারিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে ফুটবল দিয়েই নিজেদের জনগণকে সান্ত্বনা দেওয়ার কথা বলেছিলেন তারা। সেই কথাই তারা রাখলেন শেষ পর্যন্ত। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হট ফেবারিট এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কাতার।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো