তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন শান্ত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:১৩ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত আগামী এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।

গত বছর বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে তামিম ইকবাল বাদ পড়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেটে শুরু হয় নানা নাটকীয় ঘটনা। বিশ্বকাপের বিমানে উঠার আগে সাকিব ঘোষণা করেন যে তিনি আর অধিনায়কত্ব করবেন না। বিশ্বকাপ শেষেও বিভিন্ন ব্যস্ততায় কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সোমবার (১২ ফেব্রুয়ারি), মিরপুরে বসে বিসিবির বোর্ড সভায় নাজমুল হাসান শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করা হয়। এর ফলে তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব হারান সাকিব আল হাসান। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক