বাড়তি ওজন নিয়ে ভক্তদের খোঁচা খেলেন নেইমার

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৪৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারো আলোচনায়। চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর অনুশীলনে ফিরলেও বাড়তি ওজন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই ৩২ বছর বয়সী ফুটবলার।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নেইমার তার নতুন ক্লাব আল হিলালে যোগ দেন। অনুশীলনে ক্লাব সতীর্থদের সাথে কুশল বিনিময় করার সময় তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।এই ছবিগুলোতে নেইমারের বাড়তি ওজন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেও এমনটি হতে পারে বলে মনে করছেন অনেকে। কিন্তু আল হিলাল ভক্তরা নেইমারের ওজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

গত বছরের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। নভেম্বরে তার পায়ে সফল অস্ত্রোপচার হয়। এরপর চার মাসের জন্য পুনর্বাসন প্রক্রিয়াতে থাকতে হয় তাকে। এই দীর্ঘ সময় ধরে ফুটবল থেকে দূরে থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেননি নেইমার। এর আগেও ওজন নিয়ে সমালোচিত হয়েছেন নেইমার। সেসময় মধ্যাঙ্গুলি দেখিয়ে নেইমার হাস্যরস করে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেছিলেন।