পিছিয়ে গেল 'ডিপিএল' শুরুর দিনক্ষণ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৪ | আপডেট: ১:৩১ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর সূচি দুদিন পিছিয়েছে। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন তা ১১ মার্চ থেকে শুরু হবে। মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে সূচি পরিবর্তনের কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি।

লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পরপরই দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিপিএল। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রত্যেক বছরে এই টুর্নামেন্টে খেলতে দেখা যায়। তবে আসন্ন ডিপিএলে কোনো বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না। এর আগে, ডিপিএলকে সামনে রেখে গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দলবদল করেছেন ক্রিকেটাররা।

আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণের সিদ্ধান্ত আসছে শুক্র বা সোমবার

এবার মোট চারটি ভেন্যুতে এই আসরটি গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে- বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।