রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৪ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করার মাধ্যমে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি দারুণ সময় পার করছেন। কিন্তু মাঠের বাইরের এক ঘটনায় বড় ধাক্কা খেতে চলেছেন তিনি। মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস আনচেলত্তির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলায় চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪-১৫ মৌসুমে প্রথমবারের মতো ম্যানেজার হয়ে আসেন এই ইতালিয়ান কোচ। ওই সময়ে তার সম্পদের ১০ লাখ ৬২ হাজার ৭৯ ইউরো কর ফাঁকির অভিযোগ রয়েছে। তাই আনচেলত্তির বিরুদ্ধে মামলায় চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছে মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস ।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

জানা গেছে, দুটি অপরাধে অভিযুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। কর প্রদানের ক্ষেত্রে আনচেলত্তি স্পেনের বাসিন্দা হিসেবে নিজের অবস্থানের কথা জানালেও, তিনি থেকেছেন স্পেনের বাইরে মাদ্রিদে। যেখানে তিনি নিজের ব্যক্তিগত ইমেজ স্বত্ব বাদ দিয়ে কেবল রিয়ালের ম্যানেজার হিসেবে আয়ের তথ্য দেখিয়েছেন।

বাড়তি আয়ের বিষয়ে মাদ্রিদ বস বিভ্রান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ প্রসিকিউটর অফিসের। তবে আনচেলত্তির সামনে কারাদণ্ড এড়ানোর সুযোগ রয়েছে । এক্ষেত্রে রিয়াল বসকে নিজের অপরাধ স্বীকার করে নিতে হবে।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

এর আগে মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো ২০১৯ সালে কর ফাঁকির দায়ে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায়, এক বছরের বরখাস্ত আদেশ পেয়েছিলেন। একইভাবে স্পেনের ক্লাবে থাকাকালে একই মামলার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোরাও।