প্রথম ওয়ানডে: ৫ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নামছে বাংলাদেশ নারী দল। আজ সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দেশের বহুল প্রতিক্ষিত সিরিজটির প্রথম ওয়ানডেতে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ব্যাট করতে নেমে অবশ্য অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই সফরকারী অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা। ২৭ রানেই তুলে নিয়েছে ৩ উইকেট।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার ফোবে লিচফিল্ডকে বোল্ড করে দেন সুলতানা খাতুন। কোনো রানই করতে পারেননি লিচফিল্ড। ৬ষ্ঠ ওভারে আবারও সুলতানা তুলে নেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটার এলিসে পেরিকে। ২ রান করে আউট হন তিনি।
বাংলাদেশের বোলারদের সামনে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু মারুফা আক্তারের বলে তিনি উইকেটের পেছনে নিগার সুলতানার হাতে ক্যাচ দেন। ৩৯ বলে ২৪ রান করে আউট হন হিলি।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া করেছে ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোশতারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, কিম গ্রাথ, মেগান শ্যাট।