টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৫ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট সিরিজ শুরু করেছে দুর্দান্ত এক ইতিহাস গড়ে। নতুন অধিনায়ক উইয়ান মুল্ডারের অবিশ্বাস্য ইনিংসের কল্যাণে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুলাওয়ের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানে হারায় দক্ষিণ আফ্রিকা, যা ইনিংস ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়। আগের ম্যাচে জয় এসেছিল ৩২৮ রানের ব্যবধানে।

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অধিনায়ক হিসেবে অভিষেকেই ইতিহাস গড়েছেন উইয়ান মুল্ডার। তিনি খেলেছেন ৩৬৭ রানের এক মহাকাব্যিক ইনিংস, যা তাকে টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটারে পরিণত করেছে।

দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর ব্যাট হাতে পুরো ম্যাচে আলো ছড়ান কেবল মুল্ডারই নয়, বরং পুরো দলই দাপট দেখায়।

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

ব্যাটিংয়ে দুই ইনিংসেই ভেঙে পড়ে জিম্বাবুয়ে, প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৪৫৬ রানে পিছিয়ে পড়ে তারা এবং ফলো-অন করতে বাধ্য হয়। দ্বিতীয় ইনিংসে ইনিংস হার এড়াতে প্রয়োজন ছিল ৪০০-এর বেশি রান, কিন্তু তারা করতে পেরেছে মাত্র ২২০। সর্বোচ্চ ৫৫ রান করেন নিক ওয়েলচ, অধিনায়ক ক্রেইগ আরভিন করেন ৪৯ রান

দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন কর্বিন বশ ৪ উইকেট, সেনুরান মুথুসামি নেন ৩ উইকেট। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন, মুল্ডার। ব্যাটে ৫৩১ রান এবং বল হাতে ৭ উইকেট নেওয়া উইয়ান মুল্ডার হয়েছেন ম্যাচ ও সিরিজ সেরা।

দক্ষিণ আফ্রিকার এই সিরিজ জয় শুধু পরিসংখ্যানেই নয়, নেতৃত্ব ও দলগত শক্তিমত্তার বিবেচনায়ও স্মরণীয় হয়ে থাকবে। অধিনায়ক মুল্ডারের এই ঐতিহাসিক শুরু প্রোটিয়া ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।