সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ:

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

Sanchoy Biswas
বাংলাবাজার স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৫ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে দারুণ সূচনা করেছে লাল-সবুজের কিশোরীরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নারী দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় নেমে শ্রীলঙ্কার রক্ষণভাগকে কোণঠাসা করে রাখে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেয়ার পাশাপাশি গোলের পর গোল করে তারা। পুরো ম্যাচজুড়েই দেখা যায় বাংলাদেশের দাপট।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

বাংলাদেশের পক্ষে একাধিক খেলোয়াড় জালে বল পাঠান। দারুণ ছন্দে থাকা ফরোয়ার্ডরা জোড়া গোল ও হ্যাটট্রিক করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। ম্যাচে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্যের বিপরীতে শ্রীলঙ্কা শুধুমাত্র একটি সান্ত্বনার গোল পায়।

টুর্নামেন্টের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় বিপুল দর্শক সমর্থনের মধ্যেই জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এ জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী শুরু করলো স্বাগতিক দল।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা জানান, বড় জয়ে সন্তুষ্ট হলেও সামনে আরও কঠিন ম্যাচ রয়েছে তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল।