প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশ আবারও হারাল নেপালকে

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৪৮ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ উইমেনস অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে। জয়ের তিন গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। এছাড়া দলের চতুর্থ গোলটি করেছেন থৈনু মারমা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের ম্যাচে বাংলাদেশ দলের জয় নিশ্চিত করে। প্রথম পর্বের ম্যাচেও নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল মাহবুবুর রহমান লিটুর দল।

আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়, নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু

ম্যাচের ৩৮ মিনিটে থৈনু মারমা একক প্রচেষ্টায় নেপালের বক্সে ঢুকে গোল করেন। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। ইনজুরি সময়ে কর্ণার থেকে নেপাল একটি গোল করে ব্যবধান কমায়।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করলেও, ৭৬ মিনিটে প্রীতি কর্ণার থেকে সহজেই গোল করে লিড বাড়ান। নয় মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন প্রীতি।

আরও পড়ুন: ভুটানের সঙ্গে ড্র, শিরোপা হারানোর পথে বাংলাদেশ

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। শিরোপা জেতার জন্য আগামী ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় প্রয়োজন। প্রথম পর্বের ভারত ম্যাচে হারের কারণে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে।