ভারত ম্যাচের আগেই আইসিসি র্যাঙ্কিংয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে আজ রাতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।
অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ছয় ধাপ এগিয়ে ফিরেছেন সেরা দশে। এশিয়া কাপে শেষ দুই ম্যাচে দারুণ বোলিং করে তিনি নিয়েছেন ছয়টি উইকেট। বল হাতে তার ধারাবাহিক সাফল্যই তাকে আবারও শীর্ষ তালিকায় ফিরিয়ে আনলো। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম ভরসা তিনি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
অন্যদিকে, ব্যাট হাতে বড় অগ্রগতি হয়েছে তরুণ ব্যাটার সাইফ হাসানের। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনি এক লাফে ১৩৩ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৮১তম স্থানে।
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ বোলিং করে তিন ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠেছেন অলরাউন্ডার শেখ মাহেদী। রিশাদ খান দুই ধাপ পিছিয়ে এখন ২৬তম স্থানে। তাসকিন আহমেদ এক ধাপ নেমে অবস্থান করছেন ৩১তম স্থানে। তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে আছেন ৪০তম স্থানে, আর শরিফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬৪তম স্থানে।
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো