মুস্তাফিজ বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী
দুই ম্যাচ জিতে ভারত ফাইনালে

সুপার ফোরে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। পাকিস্তানের পর বাংলাদেশকেও সহজে হারিয়ে ওই যোগ্যতা লাভ করে ভারতীয়রা। বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ওভারে ১৬৮ রান করে কিছুটা টেনশনেই ছিল তারা। কিন্তু এক সাইফ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি বাংলাদেশের। এতে ৩ বল বাকি থাকতেই ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে জিতে যায় ভারত ৪১ রানের বড় ব্যাবধানে। এতে করে এশিয়া কাপে অপরাজিত থাকারও কৃতিত্ব দেখাল দলটি।
মুস্তাফিজের রেকর্ড
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
সাকিব আল হাসানকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
পরশু দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন মুস্তাফিজ। ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নেন তিনি। এতে সাকিবকে টপকে যান ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া মুস্তাফিজ।
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো
১১৮ ম্যাচে মুস্তাফিজের শিকার এখন ১৫০ উইকেট। ১২৯ ম্যাচে সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করেছেন মুস্তাফিজ।
এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সাউদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন।