ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়; তারেক রহমানের অভিনন্দন

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:২৩ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করে লাল–সবুজের ফুটবলাররা। দারুণ এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি এই জয়কে ‘ঐক্য, শৃঙ্খলা ও বিশ্বাসের প্রতীক’ বলে উল্লেখ করেন। পোস্টে তিনি লিখেন, “২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয় প্রমাণ করেছে—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি।”

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

তিনি বিশেষভাবে গোলদাতা মোরসালিনের প্রশংসা করেন। তারেক রহমান বলেন, মোরসালিনের দ্রুত গোল এবং পুরো দলের অদম্য মনোবল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তরুণ ফুটবলারদের দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি হিসেবে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “এই দলই আমাদের তরুণদের অনুপ্রেরণা। প্রতিভার বিকাশ ও স্বপ্নের পথে অগ্রযাত্রায় তারা ভবিষ্যতে বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যাবে।”

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

এদিকে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।