দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া: সাকিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে গভীর শোক।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত। এই দুঃখের মুহূর্তে তিনি মরহুমার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই মোস্তাফিজকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি

সাকিব আল হাসান আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি সবার কাছে মরহুমার জন্য দোয়া করার আহ্বান জানান।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশিরও। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীর শোক প্রকাশ করছেন। দেশ ও জনগণের জন্য তার অবদান ছিল অসাধারণ, আর তার ভালোবাসা, নিষ্ঠা ও ত্যাগ বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ইমাদ–সাব্বিরের নৈপুণ্যে বিপিএলে প্রথম জয় ঢাকা ক্যাপিটালসের

সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের বিভিন্ন অঙ্গন থেকে শোক ও সমবেদনার বার্তা আসতে শুরু করেছে।