টুইটারকে টেক্কা দিতে থ্রেডস অ্যাপ আনছে মেটা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৩ | আপডেট: ৮:২০ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই সপ্তাহে নতুন অ্যাপ লঞ্চ করছে মেটা। টুইটারকে টক্কর দিতে ‘থ্রেডস’ নামের একটি নতুন অ্যাপ লঞ্চ করছে মেটা। নতুন অ্যাপটি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং  ইলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষ অধ্যায়।

থ্রেডস নিয়ে এক টুইটে মাস্ক লিখেছেন, ‘ধন্যবাদ, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে।’

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

মেটার থ্রেডস অ্যাপ বিনামূল্যের পরিষেবা হবে। ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবেন তার কোনো সীমাবদ্ধতা থাকবে না। যেখানে টুইটারে এ ধরনের সীমাবদ্ধতা যুক্ত করে ব্যবহাকারীদের ক্ষুব্ধ করেছেন ইলন মাস্ক। থ্রেডস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অংশ হবে, শুরুতেই কয়েক মিলিয়ন অ্যাকাউন্টের সঙ্গেও সংযুক্ত থাকবে। অর্থাৎ এটি শূন্য থেকে শুরু হচ্ছে না।

অ্যাপল অ্যাপ স্টোরে বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে থ্রেডস অ্যাপটি। এটি লিঙ্ক করা থাকবে ইনস্টাগ্রামের সঙ্গে এবং আগামী বৃহস্পতিবার এই নিয়ে লাইভ হবে।

আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়

মেটার নতুন অ্যাপটিকে ‘টেক্সট-ভিত্তিক কথোপকথন অ্যাপ… যেখানে কমিউনিটিগুলো একত্রিত হয়’ হিসেবে বর্ণনা করা হয়েছে। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট ডট কো ডট ইউকে