বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার এক সপ্তাহ বিঘ্নিত হতে পারে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত

সৌর ব্যতিচার বা সোলার আউটেজের কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ প্রতিদিন কিছু সময় বাংলাদেশ স্যাটেলাইট -১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল)।

বুধবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে।

দেশের সব টেলিভিশন স্টেশন বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে। ফলে ওই সময় টেলিভিশন সম্প্রচারেও বিঘ্ন ঘটতে পারে।

সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটার সম্ভাব্য সময়

৭ মার্চ: সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১ মিনিট= মোট ৮ মিনিট

৮ মার্চ: সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট= মোট ১০ মিনিট

৯ মার্চ: ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট= মোট ১২ মিনিট

১০ মার্চ: ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট= মোট ১৩ মিনিট

১১ মার্চ: ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট= মোট ১৩ মিনিট

১২ মার্চ: ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট= মোট ১২ মিনিট

১৩ মার্চ: ৯টা ৫১ মিনিট থেকে ১০টা= মোট ৯ মিনিট

দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেয়।