ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকি, শাহজালালে সতর্কতা জোরদার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু উড়োজাহাজে বোমা রয়েছে— এমন হুমকি আসে একটি অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে। এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুহূর্তেই চরম সতর্কতা জারি করা হয়।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বিজি-৩৭৩ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইটটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। উড্ডয়নের ঠিক আগে অজ্ঞাত একটি সূত্র থেকে ফোনকল আসে, যাতে দাবি করা হয়— ফ্লাইটটিতে বোমা রয়েছে।
আরও পড়ুন: ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু
বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে নিয়ে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজ থেকে সবাইকে নামিয়ে আনা হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে বলেন, “একটি অচেনা নম্বর থেকে কল করে জানানো হয় বিমানের ফ্লাইটে বোমা আছে। উড্ডয়নের প্রস্তুতির সময় এমন খবর পাওয়ায় যাত্রীদের দ্রুত সরিয়ে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে তল্লাশি শুরু করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।”
আরও পড়ুন: ঢাবির বাসে লাইভ ট্র্যাকিং: কার্যকারিতা যাচাই করলো ডাকসু
বোমার হুমকির খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কেউ আহত হননি। ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, “যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট এখন তল্লাশি চালাচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও একযোগে কাজ করছে।”
বিমানবন্দর সূত্র জানিয়েছে, যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট, তাই হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।