নান্দাইলে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করেন এমপি তুহিন

Shakil
এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৩ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

ময়মনসিংহেন নান্দাইল উপজেলা ওয়ার্ল্ড ভিশন কর্তৃক হত দরিদ্র ৮৩ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ। নান্দাইল ওয়ার্ল্ড ভিশন (এপি)র প্রোগ্রাম অফিসার অর্পনা ঘাগ্রার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ- ৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদিন খান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সুমন রুরাম,সিনিয়র সাংবাদিক নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃএনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজি, সমাজ সেবা অফিসার ইনসান আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল শাহিনুর রহমান শাহিন, মানিক মিয়া পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। নান্দাইল পৌরসভার মেয়র মোহাম্মদ রফিক উদ্দিন ভূঁইয়া সহ দলীয়নেতা কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৮৩ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিনামূল্যেবিতরণ করা হয়।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার