দুই ট্রেনের সংঘর্ষ, হতাহতের শঙ্কা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। যাত্রীবাহী ট্রেনটির অন্তত ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
এদিকে, দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকেই হাসানপুর স্টেশন মাস্টারকে স্টেশনে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
তিনি বলেন, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাতে পারব।





