ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির ভোটগ্রহণ চলছে

MIZANUR RAHMAN
এসএম মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৩ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবি : বাংলাবাজার পত্রিকা
ছবি : বাংলাবাজার পত্রিকা

ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে।এ নির্বাচনে চারটি পদে ১১ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী।

সোমবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে ময়মনসিংহের ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। ওই বাজার ব্যবসায়ী সমিতির মোট ভোটার সংখ্যা ১৫৭৬ জন।

আরও পড়ুন: তিন যুগ পর চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সভাপতি পদে আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শহর ঢালী, ছাতা প্রতীকের প্রার্থী মো. ফজলুল আমিন লিটন, সহ-সভাপতি পদে কলসি প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান ফকির, আম প্রতীকের প্রার্থী মো. আলমাছ আলী শেখ ও মোমবাতি প্রতীকের প্রার্থী এবিএম কামাল উদ্দিন।


আরও পড়ুন: উৎসবমুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা

সাধারণ সম্পাদক পদে রুই মাছ প্রতীকের প্রার্থী মো. কামাল হোসেন, দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. মোফাজ্জল হোসেন ঢালী, মই প্রতীকের প্রার্থী মো. দেলোয়ার হোসেন খান ও মোরগ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান শাহজাহান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইকেল প্রতীকের প্রার্থী মো. আলী হোসেন ও গরুর গাড়ি প্রতীকের প্রার্থী এস এম ফিরোজ আহমেদ।

এ দিকে, একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি হলেন- কোষাধ্যক্ষ ভালুকা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মানিক মিয়া।