দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন সালিশদার

সালিশবৈঠকে ছুরিকাঘাতে খুন হলেন সালিশদার আবদুর রউফ (৭০)। বাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়েছিলেন তিনি।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের আমজাদ মজুমদার বাড়িতে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
নিহত আবদুর রউফ ছিলেন স্থানীয় হোটেল ব্যবসায়ী। রাতেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির মামুন, তার স্ত্রী রোকসানা এবং সালিশদার মনসুর এই তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে আবদুল মোমিন জানান, তাদের বাড়ির মিজান ও মামুন দুই ভাইয়ের মধ্যে ঘরের জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির উঠানে সালিশ ডাকে দুই ভাই। সালিশে স্থানীয় ২০-২৫ জন গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় বিদ্যুৎ চলে যায়। তখন হট্টগোল থামানোর চেষ্টা করেন আবদুর রউফ।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
আবদুল মোমিনের অভিযোগ, সালিশদার মনসুরের সঙ্গে পূর্ব থেকে বিরোধ ছিল তার বাবার। সুযোগ কাজে লাগাতে অন্ধকারে মনসুরের নেতৃত্বে তার বাবার ওপর হামলা করে মামুন ও তার ছেলে আরমানসহ কয়েকজন। তাদের সবার হাতে দা-ছুরি ছিল। ছুরিকাঘাত করে তার বাবাকে রক্তাক্ত করা হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবদুল মোমিন বাদী হয়ে রাতেই পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, তার ওয়ার্ডে সালিশ অথচ তাকে জানানো হয়নি। দিনে সালিশ না করে রাতে কেন সালিশ ডাকা হলো। তার ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে এ খুনের ঘটনা ঘটতে পারে।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।