কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ার কটারকোনা ব্রিজের ১ কিলোমিটার ভেতরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
তিনি জানান, অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শম্ভু কুমার দেব-কে ২ লাখ টাকা অর্থদণ্ড করে জরিমানা আদায় করা হয়।
অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। মোবাইল কোর্টে কুলাউড়া থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান