কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা।
সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে স্থানীয় লগোজ অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
পুলিশ, পোশাক কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, তেলিরচালা এলাকায় লগোজ অ্যাপারেল লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।