নেত্রকোণায় ট্রাকচাপায় নারীর মৃত্যু
নেত্রকোণার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে হালিমা খাতুন (৮৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মারা গেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজারের জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পূর্বধলা থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে পূর্বধলা থানায় নিয়ে আসে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।





