নেত্রকোণায় কিশোর গ্যাংয়ের দুই লিডারসহ ৬ সদস্য আটক

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ১০:১০ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণা শহরের বিভিন্ন এলাকা থেকে রোববার (১৭ মার্চ) অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই লিডারসহ ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে কেএস-১৩ গ্রুপের লিডার শেখ তাসিন এবং সাতপাই গ্রুপের লিডার অনিক।

সোমবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, শহরে উঠতি বয়সী ছেলেদের নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাং মাথাচড়া দিয়ে উছেছে। নানা অপকর্মের মাধ্যমে প্রতিনিয়ত জানান দিয়ে আসছিল গ্রুপ দুইটি। 

আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে খুন গ্রেফতার ১

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন জায়গায় আধিপত্য নিয়ে মারামারি, ইভটিজিং, মাদক সেবন, এমনকি চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ অবস্থায় নেত্রকোণা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ৬ জন গ্যাং সদস্যকে আটক করেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি থাকলেও, কিশোরদের অভিভাবকদের অনুরোধে, ভবিষ্যতে এমন কাজে যুক্ত হবে না শর্তে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিলেটে পাথর লুট, বিএনপি নেতা গ্রেপ্তার