চট্টগ্রাম বিমানবন্দরে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে স্বর্ণ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৪ | আপডেট: ৭:১৮ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিমানবন্দরে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে আনুমানিক ০১ কেজির উপরে স্বর্ণ উদ্ধার কার হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ৭ টা ৪০ মিনিটে এই অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিমান বন্দরের কাস্টমস সার্ভিস।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল ৬টা ৪৫মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসীর মাধ্যমে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও কাস্টমস এর যৌথ অভিযানে ০৩ জন যাত্রীর কাছ থেকে নিখাঁদ স্বর্ণ আনুমানিক ০১ কেজির উপরে উদ্ধার করে। তারা এই স্বর্ণ তাদের কাপড়ে পেস্টিং করে কম্বলের ভিতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

উদ্বারকৃত যাত্রীরা হলেন, মোবারক আলি (পাসপোর্ট নং: EH0738217; চকোরিয়া, কক্সবাজার), মোহাম্মদ নাজমুল হক (পাসপোর্ট নং-EK0975248) সাতকানিয়া চট্টগ্রাম, মোহাম্মদ আনোয়ার শাহ, (পাসপোর্ট নং-A00034717)সন্দ্বীপ, চট্টগ্রাম।