তীব্র গরমে এক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১৬ মে ২০২৪ | আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তীব্র গরমে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় একজন শিক্ষার্থীকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ার শ্রীপুর জালালিয়া মাদরাসাকে কামিল শ্রেণিতে উন্নীত

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও) নুরুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা (এসএসও) সালমা আক্তার।

জানা যায়,তীব্র গরম থাকায় এদিন ১ম শ্রেণির একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎই অসুস্থতা অনুভব করতে থাকেন। পরে অন্য শ্রেণিগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। অসুস্থ এসব শিক্ষার্থীদের স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷

আরও পড়ুন: চট্টগ্রামে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ অফিসে হামলা, তালা ঝুলিয়ে দিলো যুবকরা

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেবেকা সুলতানা আরটিভি নিউজকে জানান, হঠাৎই তীব্র গরমে একটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। পরে অন্যান্য শ্রেণিতে গিয়ে একই অবস্থা দেখা যায়। কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যায়। পরে, আমরা প্রতিষ্ঠানটি ছুটি দিয়ে দেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল আরটিভি নিউজকে জানান, গরম কিছুটা বেশি। ঘটনাস্থলে এসে দেখেছি কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছে। স্কুল ছুটি দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান,বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।