নারায়ণগঞ্জ চর সৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মানবতার সেবার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে একঝাক তরুণদের আন্তরিক প্রচেষ্টায় ৭ জুন শুক্রবার সকালে নারায়ণগঞ্জ চর সৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবদুল কাইয়ুম ও বিশেষ অতিথি মাওলানা সাইফুদ্দিন মনিরের উপস্থিততে দোয়া ও মোনাজাতের মাধ্যেমে ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর রাসূল ছিলেন মানবতার ফেরিওয়ালা মুক্তিগামী পথের দিশারী বর্তমান সমাজে তা অনুকরণ অনুসারী সংকীর্ণ বললেই চলে। আসুন আমরা সবাই আল্লাহকে খুশি করতে রাসূলের আর্দশে জীবন যাপন করি মানুষের কল্যানে সর্বদাই এগিয়ে যাই।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খলিলুর রহমান টিটু, মো আক্তার হোসেন, এড. আক্তার হোসেন, ডাঃ ইলিয়াস, ডাঃ সিয়াম নয়ন হোসেন প্রমূখ।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





