অবশেষে রক্ত দিয়ে স্মারকলিপি লিখলেন বরিশালের শিক্ষকরা

শিক্ষা জাতীয়করণসহ সরকারি-বেসরকারী খাতের বেতন বৈষম্য দূর করার দাবী আদায়ের লক্ষে অবশেষে হাত কেটে রক্ত দিয়ে স্মারকলিপি লিখেছেন বরিশালের শিক্ষকরা। রক্তে লেখা এই স্মারকলিপি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নিকট প্রেরন করা হয়েছে বলে জানালেন শিক্ষক আন্দোলনের নেতৃবৃন্দ।
এছাড়া নগরীর টাউন হলের সামনে জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি পূরন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয়েছে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১১ জুন মঙ্গলবার সকাল ১১টায় বরিশালের অশ্বিনী কুমার টাউনহলের সামনে সমবেত হয়ে প্রায় অর্ধশত শিক্ষক তাদের আঙ্গুল কেটে বা সুই দিয়ে ফুটো করে এই রক্ত দেন। ওই রক্ত দিয়ে শিক্ষকের দাবি বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শতভাগ বাড়ি ভাড়া প্রদান সম্বলিত স্মারকলিপি লেখা হয়। এরপর রেজিস্ট্রি ডাকযোগে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা সচিবের নিকট প্রেরণ করা হয়েছে।
এর পূর্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের আহ্বায়ক শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল। বক্তৃতা করেন অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকনসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় বরিশাল থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয়।