ঈদ যাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপে সাড়ে ১৩কিলোমটার একমুখী করে দেন পুলিশ

ঈদ যাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ থাকায় সাড়ে ১৩কিলোমটার একমুখী করে দেন পুলিশ। আজ সকালে এলেঙ্গার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায় , বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ।চালকদের এলোমেলো গাড়ি চালান ও যানবাহনের চাপে গতকাল বুধবার দিন থেকেই রাতভর কখনও যানজট, কখনও ধীরগতি,কখনও স্বাভাবিক থাকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
যানবাহন স্বাভাবিক রাখতে পুলিশ এলেঙ্গা থেকে সাড়ে ১৩ কিলোমিটার বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরের পথে একমুখী করে থাকে। এছাড়াও উত্তরে থেকে যে সমস্ত যানবাহনে ঢাকার দিকে যাবে সে যানবাহন বঙ্গবন্ধু সেতু থেকে ভুয়াপুর লিংক রোড় দিয়ে গুরে এলেঙ্গা এসে প্রবেশ করবে।
পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবধরনের যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩কিলোমটার এলাকা জুড়ে কখনো থেমে থেমে যানজট ও কখনো ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ
ঈদকে সামনে রেখে যানজট হওয়ার সম্ভাবনায় পরিবার পরিজন নিয়ে এবার অনেকেই পরিজনদের আগেই বাড়িতে পাঠানোর জন্য গাড়ি সংখ্যা বাড়ছে। এতে আবার গরুর ট্রাক তো ১০-১৫ দিন আগে থেকেই চলাচল করছে। যার কারনে মহাসড়কে এত চাপ বলে মনে করছেন চালকরা। তারা মনে করছেন ঈদ যতই ঘনিয়ে আসছে যানজটের আশংকা রয়েছে ততই । শুরু থেকেই যে অবস্থা তাতে আজ বৃহস্পতিবার রাতেই যানজট থাকবে।
এবিষয় টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরাফুদ্দিন উদ্দিন জানান ,রাতে মহাসড়কে যানবাহনের চাপ থাকায় একমুখী করা হয়েছিল। এখন আবার যানবাহনের চাপ কম তাই সবদিকেই চলছে। যানবাহনের চাপ বাডলে আবার প্রয়োজন হলে একমুখী হবে। তিনি আরও বলেন আজ থেকে মহাসড়কে টাঙ্গাইল অংশে ৭শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাই আশা করছি যাত্রীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো।