পটুয়াখালীতে সরকারি পুকুর উদ্ধারে পরিষ্কার কার্যক্রম শুরু

Any Akter
অপূর্ব সরকার,পটুয়াখালী
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ পটুয়খালী প্রতিনিধি
ছবিঃ পটুয়খালী প্রতিনিধি

পটুয়াখালীতে দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারিয়ে যাওয়া সরকারি পুকুরগুলো পুনরুদ্ধারে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। বিডি ক্লিন পটুয়াখালী, স্থানীয় যুবসমাজ, জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন এলাকার পুকুর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ চলছে।


আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

শনিবার ( ৯নভেম্বর) সকালে টিবি ক্লিনিক সংলগ্ন একটি সরকারি পুকুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি ময়লায় পরিপূর্ণ থাকায় আশপাশের পরিবেশ দূষিত হয়ে উঠছে এবং এখান থেকে রোগ জীবাণু ছড়ানো সহ ডেঙ্গু রোগের আশঙ্কা আছে। তাই পটুয়াখালী ইয়ুথ ফোরাম,বিডি ক্লিন,পটুয়াখালী ইয়ুথ পাওয়ায়র,পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রশাসনের আয়োজনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর ও জলাশয়গুলো টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই। পুকুরের পানি পরিষ্কার রেখে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করতে আমাদের এই উদ্যোগ। তবে এর সফলতা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে এবং এই কার্যক্রমে অংশ নিতে হবে।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগে সবাইকে আরও এগিয়ে আসতে হবে ।