মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

Any Akter
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১:০০ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির প্রাঙ্গনে এ সমাবেশ করা হয়।

এর আগে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে ইসকন সংগঠকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা ও দায়রা জজ আদালত চত্বর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর হয়ে পুনরায় আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ করে সেখানে সমাবেশ করেন।

আরও পড়ুন: বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা, পুলিশের হাতে আটক ছেলে

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, অ্যাডভোকেট সুমন সরদার, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট ফারুক আহমেদ, অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট সোহেল হোসেন, অ্যাডভোকেট মারুফ হোসেন।

এ সময় বক্তারা চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার সাথে ইসকন সংগঠকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন: 'মা ইলিশ সংরক্ষণ-২০২৫' উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান