বাউফলে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর ভস্মীভূত

Any Akter
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ভস্মীভূত। ছবিঃ সংগৃহীত
অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ভস্মীভূত। ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগা ফেরিঘাট সংলগ্ন এলাকার কাজী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় আতহার কাজীর বসতঘর ঘর সংলগ্ন রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খুব দ্রুত সময়ে আগুন চারদিকে ছড়িয়ে পরে। ঘরের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। একে একে পুড়ে ছাই হয়ে যায় ৮টি বসতঘর। ক্ষতিগ্রস্ত বসতঘরে কোনো আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

ভুক্তভোগীদের অভিযোগ, বাউফল ফায়ারসার্ভিস স্টেশনের মুঠোফোন নাম্বারে বারবার যোগাযোগের চেষ্টা করলেও দীর্ঘ সময় কেউ কল রিসিভ করেনি। ঘটনার প্রায় আধা ঘণ্টা পরে জানানো সম্ভব হয়। এরপর ১ ঘণ্টা বিলম্ব করে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেন।

বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাব্বির আহম্মেদ বলেন, একটি বসতঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমরা ৯টা ৫০ মিনিটে খবর জানতে পারি। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেই। নদী তীরবর্তী এলাকায় হওয়ায় পানি সাপ্লাই ভালো ছিল, তাই দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা প্রথমে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়েছিল। তাদের সংযোগ পেতে হয়তো বিলম্ব হয়েছে। কিন্তু ঘটনাস্থলে যেতে আমরা একটুও বেশি সময় নেইনি।