সিলেটের জকিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Any Akter
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৩:২৩ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট- অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ফেব্রুয়ারি)  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি দল উপজেলার বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে অভিযান চালিয়ে মিলন আহমদ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি ওই গ্রামের আব্দুল মালিকের ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত মিলন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

ওসি আরও বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত রয়েছে, এবং কেউ যাতে নাশকতার সুযোগ না পায়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। গ্রেফতারকৃত মিলন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।