কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে পরিষদ সভাকক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. নূরুল আমিন, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ শেফাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, থানার সাব ইন্সপেক্টর মো. আমিনুল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

এর আগে প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর নেতৃত্বে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও সহযোগী সংগঠন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাপাসিয়া শাখা, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, সাব রেজিস্ট্রারের কার্যালয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাপাসিয়া শাখা, পিকেএসএফ'র বাসা ফাউন্ডেশন, কাপাসিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন, গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাপাসিয়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, চাঁদপুর ইউনিয়ন বিএনপি, সনমানিয়া ইউনিয়ন বিএনপি, রাউৎকোনা ৫ নং ওয়ার্ড বিএনপি প্রমুখ।

এছাড়া যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতী মাতৃভাষা পেলো তাদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ এবং কাপাসিয়া মডেল মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১