চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল থেকে আট নারী চোর আটক, শতাধিক মোবাইল চুরি

চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের তাফসির মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি।
এদিকে রাত ১০টা পর্যন্ত অর্ধশত মোবাইল চুরি অভিযোগ জমা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়। স্বর্ণালংকার চুরি হয়েছে অন্তত ৪০-৫০ জনের। যাদের সবাই এসে থানায় ভিড় করছেন।
আরও পড়ুন: মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মোস্তফা খান
গোমস্তাপুর উপজেলার বাসিন্দা রুপালি বেগম বলেন, ইচ্ছা ছিল ড. মিজানুর রহমান আজহারীর তাফসির কাছে থেকে শোনার। অনেক আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এসে সর্বস্বান্ত হয়ে যাবো বুঝতে পারিনি। আমার সোনার গয়না ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করা হয়েছে। অর্ধশত মোবাইল চুরি ও ৩০-৩৫টি স্বর্ণালংকার চুরির অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: তিন দফা দাবিতে রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ