কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে ‘কিশোরগঞ্জের উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান, সাবেক সচিব আব্দুল মান্নান, সাবেক সচিব আব্দুল ওয়াহাব, বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব অতিরিক্ত সচিব (স্বরাষ্ট্র) নাসির-উদ-দৌলা, আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক কিশোরগঞ্জ-এর সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উক্ত সংগঠনের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাবাসী গ্রুপের গ্রুপ ক্রিয়েটর আনোয়ার হোসেন নিটোলসহ কিশোরগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সার্বিক পরিচালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। সঞ্চালনায় ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম

আরও পড়ুন: তৃতীয় দফা বন্যায় তিস্তা তীরের হাজারো মানুষ পানিবন্দি