চাঁদপুরে আগুনে ১৭ টি দোকান পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুনে পুড়ে ১৭ টি দোকান বশীভূত হওয়ার খবর পাওয়া গেছে এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
১১ এপ্রিল সকাল ৮টার সময় আগুনের এমন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার মোহাম্মদ আলী জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে ।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন জানান, আগুনে পুড়ে দোকান ক্ষয়ক্ষতি সরজমিনে এসে দেখেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে।