গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘটেগেলো গোপালগঞ্জ মুকসুদপুর রেলস্টেশনে মর্মান্তিক এক ঘটনা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর রেলস্টেশনে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা ট্রেনে কাটা পড়ে দুমড়ে মুচড়ে অস্তিত্ব বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে তার মাথা হাত পা বডি বেলচা দিয়ে তুলে প্যাকেট করে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

স্থানীরা জানায়, বেলা আনুমানিক দশটা থেকে ১১টার দিকে কে বা কাহারা রেল স্টেশনে রেখে যায় এবং বলে যায় তাকে পরে এসে নিয়ে যাবে। তিনি রেলে করে ভাঙ্গা যাবেন। ভাঙ্গা যাওয়ার জন্য রেলের অপেক্ষায় থাকেন তিনি। তাকে তার স্বজনরা এসে নিয়ে যাবেন এই আশায়। অনেকেই বোঝানোর চেষ্টা করছে রেল এখানে থামেনা তা স্বত্বেও তিনি রেলেই যাবেন। লোক চক্ষুর আড়ালে তিনি বসে ছিলেন রেল লাইনের ঠিক মাঝখানে সন্ধ্যার পরে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে মুকসুদপুর রেলস্টেশনে কাটা পড়েন ওই বৃদ্ধা।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ‘অজ্ঞাত ওই নারী মুকসুদপুর রেলস্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান