খাগড়াছড়িতে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

Sanchoy Biswas
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শান্তিবার্তা নিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আচার ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা সদরের য়ংড বৌদ্ধ বিহারসহ ধর্মপুর আর্যবন বিহার, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরসহ বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ভিক্ষুদের নিকট পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিকার দান, বর্ষাবাসের চীবরদান, পিণ্ডদান ও স্বধর্ম শ্রবণসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। এ সময় ফুলপূজা ও বুদ্ধপূজার আয়োজনও করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসের বর্ষাবাস শেষে প্রতি বছর এ প্রবারণা পূর্ণিমা পালিত হয়। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান, সাধনা, সমাধি ও প্রজ্ঞা চর্চায় নিয়োজিত থাকেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া নিজ বিহার ত্যাগ করেন না। প্রবারণা পূর্ণিমা পালিত ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। এরপর থেকে শুরু হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।

বিভিন্ন জাতি-গোষ্ঠীর বর্ণিল ধর্মীয় অনুষ্ঠান পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে— এমন প্রত্যাশা সকলের।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান