চাঁদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ধানকাটারত অবস্থায় বজ্রপাতে শাহাবুদ্দিন প্রধানীয়া (২২) করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাওকোরা গ্রামের পশ্চিমপাশের ফসলি মাঠে ইরি ধান কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
একই গ্রামের বাসিন্দা রাকিব খন্দকার জানান, দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে মারা যান শাহাবুদ্দিন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আর কেউ আহত হননি।
আরও পড়ুন: নেত্রকোণায় আউশ ধানের ভালো ফলন, দ্বিগুণেরও বেশি জমিতে আবাদ
দুপুর থেকে চাঁদপুরে দমকা হাওয়া ও কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীসহ কৃষকেরা দুর্ভোগে পড়েন।
হাজীগঞ্জ থানা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাবুদ্দিনকে হাসপাতালে আনার আগেই মারা যান। এই সময়ে ঝড় বৃষ্টিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তার।
আরও পড়ুন: কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত