মিরপুরে ঝুটের গুদামে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুর ১১ নম্বরের সি ব্লকে ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়য়ন্ত্রণে আসে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

ফায়ার সার্ভিস জানায়, ৬টা ৫৭ মিনিটে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি নির্বাপণ করতে কাজ করছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন