সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে গ্রেফতার ২

Any Akter
আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৯:৫৫ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন থানার ৪মামলার পলাতকসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ সাদেক, এএসআই মোঃ তোহা, এএএসআই মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি, মাদক, গরু চুরি মামলার আসামী এনামুল হককে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র এনামুল হক (৪০)। তার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ, ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক থানায় ৪টি মামলা রয়েছে। 

আরও পড়ুন: কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন অচল

পৃথক অভিযানে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। সে এসএমপির কতোয়ালী থানার জিআর-৬৪৮/২১ মামলার পলাতক আসামী।

থানার এসআই সিকান্দার আলী আসামী গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: সাদিক কায়েম