ফের সিলেট সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে পুশইন
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ২১ জনকে টেলে পাঠানো হয়েছে। এ সময় বিজিবি তাদেরকে আটক করেছে। ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ শিশু রয়েছে।
শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এর আগে গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে ভারতীয় বিএসএফ।
বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি দৈনিক বাংলাবাজার পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ২১ জনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। তিনি আরও বলেন, বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।





