ময়মনসিংহ সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন

Sadek Ali
আসলাম কবির আরিফ, ধোবাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ০৩ জুন ২০২৫ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার মুন্সিপাড়া বিওপি এলাকায় তাদের পুশইন করা হয়। পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে আটক করে বিজিবি।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

আটককৃত ১২ জনের মধ্যে আটজন পুরুষ, তিন জন নারী ও একজন শিশু রয়েছে। তাদের মধ্যে আট জন ও চার জন (দুটি পরিবার) তারা সবাই বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা ছিলেন। কিন্তু ভারতে গিয়ে তারা দেশটির নাগরিকত্বও লাভ করেন।

আটককৃতরা জানান, গত ২৪ মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়। এমনকি, তাদের কাছ থেকে মোবাইল, আইডিকার্ড, আধার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

তারা জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে।

এ ব্যাপারে বিজিবি- ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, ‘রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। বিজিবি তাদের নিজস্ব তথ্যের ভিত্তিতে পরিচয় সনাক্তের চেষ্টা করবে এবং থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’